‘মানুষ কি অভুক্ত থাকবে? কি হবে তাদের যারা অনলাইনে খাবার অর্ডার করে রাতের খাবারের আশায় বসে থাকেন?’, এইসব প্রশ্ন লিখে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন টলিউডের বুম্বাদা তথা প্রসেনজিত চট্টোপাধ্যায়।
শনিবার রাতে তিনি টুইটারে লিখেছেন, ‘গত ৩ নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পর মেসেজ আসে, খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার হাতে এসে পৌঁছায়নি।’ যদিও বিষয়টি জানিয়ে রিফান্ড পেয়ে গিয়েছেন। তবে বিষয়টি বিশেষ সংবেদনশীল সমস্যা বলে মনে করছেন তিনি। তাই বুম্বাদার মতে জরুরী এই পরিষেবার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করছেন অভিনেতা।
Respected PM @narendramodi and Respected CM @MamataOfficial, your kind attention please. pic.twitter.com/fry7F6wYl7
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 6, 2021
তিনি আরও লেখেন, তাঁর সঙ্গে যা হল অন্য কারও সঙ্গেও তা ঘটতে পারে। তিনি প্রশ্ন তোলেন, অতিথিদের জন্য খাবার অর্ডার করে যদি কেউ একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার উপর নির্ভর করে নিশ্চিন্ত হয়ে বসে থাকেন এবং শেষ পর্যন্ত খাবার না পান, কেমন দাঁড়ায় বিষয়টা? কেউ যদি কোনওদিন অনলাইনে ডিনার অর্ডার করে শেষ পর্যন্ত তা না পান, কেমন হয় তা হলে? তাঁরা কি খিদে সহ্য করেই বসে থাকবেন? এই ধরনের নানা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা মোটেই বাঞ্ছনীয় নয়। তাই প্রসেনজিৎ মনে করেছেন, বিষয়টি সকলকে জানানো জরুরি। তাই টুইট করে তা জানিয়েছেন তিনি।