ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ড! রায় শুনে কান্না

জন্মসূত্রে কর্ণাটকের প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা জেডিএসের প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না-কে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। শনিবার আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(কে) এবং ৩৭৬(২)(এন) ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, দোষীকে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং ভুক্তভোগীকে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

শুক্রবার সাংসদ ও বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতের বিচারক সন্তোষ গজানন ভাট যৌন হয়রানি ও ধর্ষণের চারটি মামলার মধ্যে একটি মামলায় ৩৪ বছর বয়সী প্রজ্বলকে দোষী সাব্যস্ত করেন। শুনানির সময় রায় ঘোষণার মুহূর্তে প্রজ্বল আদালতে ভীতসন্ত্রস্ত হয়ে কেঁদে ফেলেন এবং সাজা কমানোর আবেদন জানান।

জানা গেছে, মামলার শুনানি ১৮ জুলাই সম্পন্ন হয় এবং ৩০ জুলাই রায় সংরক্ষিত রাখা হয়। আজ আদালতের রায়ে প্রজ্বলের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঢেকে গেল।

এই মামলাটি কর্ণাটক রাজনীতিতে বড়সড় আলোড়ন তুলেছে, বিশেষত যখন প্রজ্বল রেভান্না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. রেভান্নার পরিবারের সদস্য হিসেবে পরিচিত।

About The Author