কাতারের বিশ্বযুদ্ধে উরুগুয়েকে হারিয়ে শেষ ষোলোয় স্থান পাকা করল পর্তুগাল। ব্রুনো ফার্নান্ডেজের জোড়া গোলে পর্তুগাল গ্রুপ এইচের তালিকায় শীর্ষে জায়গা নিল রোনাল্ডোর দল। ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অফ ১৬-এ যাওয়ার যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল।
মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ঘানার বিরুদ্ধে এবারের বিশ্বকাপে প্রথম জয় এসেছিল রোনাল্ডোদের। তাই শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল তারা। খেলা শুরুর প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিট নাগাদ গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায় ব্রুনো ফার্নান্দেস।
A superb performance topped off with a brace. 🔥
Bruno Fernandes is your @Budweiser Player of the Match! 👏#YoursToTake #Budweiser #POTM @BudFootball pic.twitter.com/8ITF5Q2E3T
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022
ম্যাচের শেষদিকে (৯০+৩) মিনিটে পেনাল্টির সাহায্যে নিজের ও দলের দ্বিতীয় গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ। এরপর খেলায় আরও চাপ বাড়াতে থাকে পর্তুগাল। ফলে ম্যাচে আর ফিরে আসতে পারেনি উরুগুয়ে। ফ্রান্স, ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিল পর্তুগাল।