BJP-র পোলিং এজেন্টদের বের করতে গিয়ে পুলিশ-তৃণমূল বচসা

বুথ থেকে বিজেপির পোলিং এজেন্টদের বার করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় তুমুল উত্তেজনা রয়েছে জলপাইগুড়িতে। এর প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ মিছিল করে বিজেপি। অভিযোগ ও পালটা অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ি। আটকে রাখা

জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ অভিযোগ করে বলেন, ভোট শেষ হবার পর জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে তাদের দুই পোলিং এজেন্টকে আটকে রাখে তৃনমুল। যার মধ্যে একজন মহিলা মোর্চার কর্মীও ছিলেন। তারা বিষয়টি জানাবার পর কমিশনের দারস্থ হয়। এরপর পুলিশ ওই কর্মীদের বাইরে আনতে গেলে বাধা দেয় তৃনমুল। তখন পুলিশের সাথে গন্ডোগোল বাধে। এরপর তাদের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় তৃনমুল। সব ঘটনাটি ঘটেছে যুব তৃনমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জীর নির্দেশে। প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে।

ঘটনায় বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে যুব তৃনমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন, নির্বাচন কমিশন এখন কার্যত বিজেপি’র দালালে পরিনত হয়েছে। তাদের মহিলাদের উপর নির্বিচারে আক্রমণ করা হয়েছে। তারাও থানায় অভিযোগ জানিয়েছেন।