রাজগঞ্জে তৃণমূল নেতা সলেমন মহম্মদের খুনে অভিযুক্ত দানিশকে জলপাইগুড়ি আদালতের নির্দেশে ১০ দিনের রিমান্ডে নিল পুলিশ। খুনের ঘটনায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিযুক্ত দানিশকে ১৪ দিনের রিমান্ডে নিতে চাইলেও ১০ দিনের পুলিশি রিমান্ডের মঞ্জুরি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জলপাইগুড়ি পুলিশের একটি বিশেষ দল বিহার সীমান্ত সংলগ্ন চোপড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। অভিযুক্ত দানিশকে ১৪ দিনের রিমান্ডে নিতে চাইলেও ১০ দিনের পুলিশি রিমান্ডের মঞ্জুরি দিয়েছে জলপাইগুড়ি আদালত। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বৃহস্পতিবার জানিয়েছিলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে। বাকিদের খোঁজেও তদন্ত চলছে।
➤আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন https://bit.ly/RNF20215 (শুধুমাত্র রাজগঞ্জ ব্লকের জন্য)