সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শক প্রবেশ বন্ধ করল পুলিশ, পাল্টা হুমকি সজল ঘোষের

কলকাতা: ভিড়ের চাপে সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ মণ্ডপের আল নিভিয়ে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিলেন পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা সজল ঘোষ৷ পুলিশের স্বেচ্ছাচারি ব্যবহারের প্রবল বিরোধিতা করে তিনি বলেন, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ৷

সজল ঘোষের আরও অভিযোগ, কলকাতার অন্য কোনও পুজোর ক্ষেত্রেই পুলিশের এই আচরণ দেখা যায় না৷ গত কয়েক বছর ধরেই কলকাতা পুলিশ সন্তোষ মিত্র স্কয়ারের পুজোর ক্ষেত্রে এই ভাবে দর্শক প্রবেশ বন্ধ করে দিচ্ছে৷ কিছুক্ষণ অপেক্ষা করার পরও পুলিশ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মণ্ডপ নিষ্প্রদীপ করার হুমকিও দিয়ে রেখেছেন বিজেপি নেতা৷

তবে আজই প্রথম নয়, গতকাল রাতেও সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল পুলিশ৷ এদিন বিকেলের পরই শিয়ালদহ এলাকায় সন্তোষ মিত্র স্কয়্যারে প্রবেশের মূল রাস্তাগুলি সবই বন্ধ করে দেয় পুলিশ৷ ফলে রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে এসেও হতাশ হয়ে ফিরে যান বহু মানুষ৷

About The Author