দুটি ওভারলোড পাথর বোঝাই ট্রাক আটকাল রাজগঞ্জ থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজগঞ্জের হাতিমোড় এবং পানিকাউরি মোড়ে গাড়ি দু’টিকে আটকায় পুলিশ। বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে দুই গাড়ির চালককে। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় তাদের।
ধৃতরা হল মুক্তার আলি (৩৩) এবং রামু ওরাও (৩৪)। দু’জনেই ওদলাবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে টহল দেওয়ার সময় বোল্ডার পাথর বোঝাই দুটি ট্রাক আটকানো হয়। শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্রাক দুটি। বৈধ নথি দেখাতে না পারায় অবৈধভাবে পাচারের অভিযোগে গাড়ির দু’টি চালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ট্রাকের দুই চালককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্ত করছে পুলিশ।
মালদার খবর দুষ্কৃতী সন্দেহে ঝাড়খণ্ডের দুই যুবককে অস্ত্র সমেত গ্রেপ্তার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হামিদপুর চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে পাইপগান, কার্তুজ, লোহার রড সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, গাফফার সেখ এবং আফজাল সেখ। দু’জনের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতী মূলক কাজ করার জন্য ঝাড়খণ্ডের দুই যুবক এসেছিল এই এলাকায়। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ।
এদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম দীপক পরিহার (২২)। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটি বাইক। পুলিশ সূত্রে খবর, সেই বাইক দুটি ওই এলাকা থেকেই চুরি গিয়েছিল। গভীর রাতে ওই যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ। যুবককে হাতেনাতে পাকড়াও করা হয়। বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করে তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।