বেলাকোবা: বালি বোঝাই লরির ধাক্কায় এক সেনা কর্মীর মৃত্যুর পরেই নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। অবিলম্বে রাস্তার ওপর বিভিন্ন জায়গায় আবারও হাইটবার বসানোর উদ্যোগ নেওয়া হল।
মঙ্গলবার বেলাকোবা বটতলা সংলগ্ন এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক সেনা কর্মীর। তবে সেই মৃত্যুই প্রথম ছিলনা। এর আগেও একই কারণে একাধিকবার ৮ থেকে ৮০ বয়সের অনেকেই অকালে প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একেতে রাস্তা সরু তার ওপর রাত-দিন বড়বড় গাড়ি চলে ওই রাস্তার ওপর দিয়ে। গজলডোবা পর্যটনকেন্দ্র যাওয়ার রাস্তা হিসেবে অনেকেই যাতায়াত করেন। ফলে গাড়ির ধাক্কায় পরপর দুর্ঘটনা এবং মৃত্যু লেগেই রয়েছে। মঙ্গলবার ওই ঘটনার পরই আবারও বিক্ষোভ অবরোধ করেন এলাকাবাসীরা।
ঘটনার পরই প্রশ্ন ওঠে, শুরুতে ওই রাস্তায় হাইটবার থাকলেও আচমকাই তা একটা সময়ে লুপ্ত হয়ে গেল কার নির্দেশে? একাংশের দাবি, ওই রাস্তায় আগে হাইটবার বসানো হয়েছিল। পরে তা তুলে দেওয়া হয়। রাজগঞ্জ পুলিশের পর্যালোচনার পর বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি রাস্তা পরিদর্শন করে আবারও রাস্তার ওপর বিভিন্ন জায়গায় হাইটবার বসানোর উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার পয়াভিটা প্রধানপাড়া এলাকায় একটি হাইটবার বসানো হল। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কমাতে এখন থেকে নিয়মিত অভিযান চলবে।