ভগবানপুর: পূর্ব মেদিনীপুর প্রায় আট মাস আগে অস্বাভাবিক মৃত্যু হয় রবেদা বিবি নামের এক নাবালিকা গৃহবধূর। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভগবানপুর থানার ভগবানপুর গ্রামের কবর থেকে আজ তোলা হল ওই নাবালিকা গৃহবধূর লাশ।
ভগবানপুর থানার সামনে অবস্থিত কবরস্থান থেকে রবেদা’র মরদেহ তোলা হয় ভগবানপুর এক ব্লকের বিডিও বিশ্বজিত মন্ডল ও ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নাড়ুগোপাল বিশ্বাস এর উপস্থিতিতে। আদালতের নির্দেশে করা হবে মৃতদেহের ময়না তদন্ত। কারন, আট মাস আগে নাবালিকা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হলেও তখন করা হয়নি পোস্টমর্টেম।
রবেদা’র বাবার বাড়ি ভগবানপুর থানার ভগবানপুর গ্রামে। তার বিয়ে হয়েছিল ভগবানপুর থানার জলিবাড় গ্রামে। একদিন সন্ধ্যায় বাবার বাড়িতে খবর আসে মেয়ের শরীর খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসুন। বাবা – মা গিয়ে দেখেন, মৃত্যুর প্রহর গুনছে একমাত্র মেয়ে। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ আমের জুসের সাথে চুল রং করার রং মিশিয়ে খাইয়ে দেওয়ার ফলে মেয়ের মৃত্যু হয়েছে।