মরক্কোয় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, অদূর ভবিষ্যতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে।
“আমরাও ভারত” — এই স্লোগান ইতিমধ্যেই পিওকে-র কিছু অংশে শোনা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
তাঁর ভাষণে তিনি স্মরণ করান, পাঁচ বছর আগে কাশ্মীরে সেনাবাহিনীর সামনে তিনি বলেছিলেন, পিওকে-কে দখল করতে হবে না, বরং তারা নিজেরাই বলবে ‘আমিও ভারত’।
সম্প্রতি পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রতিশোধে ধর্ম নয়, কর্মই ছিল বিচার। রামচরিতমানস উদ্ধৃত করে বলেন, “ধর্ম দেখে নয়, কর্ম দেখে মারা হয়েছে।”
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারতের প্রতিরক্ষা শিল্পে উৎপাদন ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে, এবং ১০০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।
প্রবাসী ভারতীয়দের ‘ভারতীয় মূল্যবোধের দূত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “আপনারা আমাদের চরিত্রের শক্তি, সততা ও পরিশ্রমের প্রতিচ্ছবি।”