কুকি-মেতেই সংঘর্ষের পর প্রথমবার মণিপুরে মোদী, ৮৫০০ কোটির প্রকল্প উদ্বোধন করবেন

দুই বছরের সংঘর্ষের পর মণিপুরে মোদী! ₹৮৫০০ কোটির প্রকল্পের উদ্বোধন, নিরাপত্তা আঁটসাঁট, নজর গোটা দেশের।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল, ১৩ সেপ্টেম্বর, মণিপুর সফরে যাচ্ছেন। ২০২৩ সালে কুকি ও মেতেই সম্প্রদায়ের সংঘর্ষের পর এই প্রথমবার রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৬০ জনেরও বেশি মানুষ, ঘরছাড়া হয়েছেন হাজার হাজার। বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে।

এই সফরে প্রধানমন্ত্রী ৮৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। চুড়াচন্দপুরের পিস গ্রাউন্ডে তাঁর সভা অনুষ্ঠিত হবে, পাশাপাশি ইম্ফলের ঐতিহাসিক কাঙ্লা ফোর্টেও কর্মসূচি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সভায় অংশগ্রহণকারীদের জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে—নিষিদ্ধ করা হয়েছে ছাতা, পেন, জলের বোতল, এমনকি রুমালও।

এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র কৌতূহল। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতি মণিপুরের শান্তি ও পুনর্গঠনের পথে নতুন বার্তা বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

About The Author