প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন থেকে শুরু করে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে একাধিক বিশেষ কর্মসূচী পালনের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। মোদী নিজেও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।
এবারে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে ১৩ হাজার কোটি টাকার পিএম বিশ্বকর্মা প্রকল্প। ওবিসি সমাজের কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প শুরু হচ্ছে। পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে প্রথাগত শিল্পী ও কারিগরদের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। দেশের ওবিসি সমাজের বড় অংশ ক্ষৌরকার, স্বর্ণকার, রাজমিস্ত্রির কাজ করেন। তাঁরা বিশ্বকর্মা পোর্টালে নাম লিখিয়ে প্রথমে প্রশিক্ষণ, শংসাপত্র ও শেষে কম সুদের হারে প্রথমে এক লক্ষ ও পরে দু’লক্ষ টাকার ঋণ পাবেন।
পাশাপাশি, আয়ুষ্মান ভব যোজনার সূচনা হবে আজ। ওই কর্মসূচির মাধ্যমে মূলত আয়ুষ্মান কার্ড তৈরির উপরে জোর দেওয়া হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি ঘুরে ওই কার্ড করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বিশেষ সেবা সপ্তাহ পালনের লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যাতে রক্তদান, অঙ্গদান শিবির, আয়ুষ্মান মেলার আয়োজন করা হবে।
দলের পক্ষ থেকে শহর ও গ্রামে রক্তদান শিবির, মরণোত্তর দেহদানের বিষয়ে জনসচেতনা শিবির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, যাঁদের জনধন যোজনায় অ্যাকাউন্ট নেই, কিংবা উজ্জ্বলা গ্যাস নেই এমন ব্যক্তিদের তা দেওয়ার ব্যবস্থা করার কাজ হাতে নিয়েছেন বিজেপি নেতৃত্ব। এ ছাড়া দেশ জুড়ে বৃক্ষরোপণ, গ্রামের প্রান্তিক মানুষের ঘরে গিয়ে কেন্দ্রের জনমুখী প্রকল্পের সুফল নিশ্চিত করতে চানবিজেপি নেতৃত্ব।