Sonia Gandhi: কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

হিমাচল প্রদেশ জয় উদযাপনের মধ্যেই ৭৭-এ পদার্পণ করতে চলছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধি। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইটার হ্যান্ডেলে প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জন্মদিনে শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সনিয়াজিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।’

শুক্রবার ভারত জোড়ো যাত্রার ‘বিরতি’। তার আগের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রা কর্মসূচী ছিল সংক্ষিপ্ত। হিমাচল প্রদেশের জয় নিয়েও পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। রাহুল গাঁধি বৃহস্পতিবারই বুন্দি থেকে রণথম্ভোরের উদ্দেশ্যে রওনা দেন। রণথম্বোর টাইগার রিজার্ভের কাছে একটি বিলাসবহুল রিসোর্ট সনিয়া গাঁধির জন্মদিন পালন করবেন গাঁধি পরিবার।

জন্মদিন উদযাপনের জন্য রাজস্থানের রণথম্বোরে পৌঁছেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধি। বৃহস্পতিবার হেলিকপ্টারে করে জয়পুর থেকে সওয়াই মাধোপুর পৌঁছেছেন সনিয়া গাঁধি। কয়েক ঘণ্টা পর রাহুল ও প্রিয়াঙ্কাও রিসোর্টে পৌঁছে যান। সূত্রের খবর সনিয়া গাঁধির সঙ্গে প্রিয়াঙ্কাও সম্ভবত ১০ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন। জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং রাজ্য কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসারা তাঁর সঙ্গে দেখা করতে পারেন। 

About The Author