‘দেশছাড়া করব!’ জাতীয় একতা দিবসে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঙ্কার

গুজরাত: স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হল ‘জাতীয় একতা দিবস’। গুজরাতের কেওয়াড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধা জানান পটেলকে এবং তুলে ধরেন দেশের ঐক্য ও নিরাপত্তার বার্তা।

এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের একতা প্রশ্নের মুখে। অনুপ্রবেশকারীরা বহুদিন ধরে দেশের নাগরিকদের ডেমোগ্রাফি নষ্ট করেছে, দেশের ঐক্যেও প্রশ্ন তুলেছে। ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের সুরক্ষাকে বিপন্ন করা হয়েছে।” তিনি আরও জানান, “প্রথমবার এই ইস্যুতে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা শপথ নিচ্ছি—ভারতে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করেই ছাড়ব।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন বলেন, “সর্দার প্যাটেলের দূরদর্শিতায় খণ্ডিত ভারত ঐক্যবদ্ধ হয়েছিল। তাঁর আদর্শেই এগোচ্ছে দেশ।” দিল্লিতে ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন কর্মসূচির সূচনা করে তিনি জাতীয় ঐক্যের বার্তা দেন।

About The Author