দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদী

নয়াদিল্লি: ভুটান সফর শেষে দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে ভুটান সফর শেষে মঙ্গলবার রাতে সরাসরি হাসপাতালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দ্রুত সুস্থতার কামনা করেন। চিকিৎসকদের কাছ থেকেও আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

প্রধানমন্ত্রী জানান, এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যেতে। এনআইএ, এনএসজি এবং দিল্লি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের পর রাজধানী ও আশপাশের এলাকায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান।

এই ঘটনার পর রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলেছে, অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।

About The Author