পুজোর মুখে সোমবার ফের বাংলায় আসছেন মোদী, যোগ দেবেন কলকাতার অনুষ্ঠানে

কলকাতা: দুর্গাপুজোর মুখে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে আয়োজিত ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় সফর করবেন তিনি।

এই উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতা শহরের একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষ করে রাজভবন, রেড রোড, খিদিরপুর রোড, মা উড়ালপুল, এজেসি বোস রোড সহ গুরুত্বপূর্ণ এলাকায় ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে নির্দিষ্ট সময়সীমায়।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সময়সীমা বাড়তেও পারে। নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন, যেখানে দেশের তিন বাহিনীর শীর্ষ কমান্ডাররা উপস্থিত থাকবেন।

About The Author