নদিয়া: আবহাওয়ার খামখেয়ালীর কারণে নদিয়ার তাহেরপুরে নির্ধারিত জনসভায় পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তে তিনি ফোনের মাধ্যমে ভার্চুয়াল বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত ভাষণে তিনি শুরুতেই “জয় নিতাই” বলে জনসভাকে অভিবাদন জানান। একইসঙ্গে সকালে সভায় আসার পথে ট্রেন দুর্ঘটনায় নিহত বিজেপি কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সংসদে সম্প্রতি বন্দেমাতরম নিয়ে হওয়া আলোচনার প্রসঙ্গ তোলেন। তিনি ‘হাতজোড় করে’ বঙ্গবাসীর কাছে অনুরোধ করেন যাতে তাঁরা বিজেপিকে ক্ষমতায় আনার সুযোগ করে দেন।
মোদীর দাবি, তিনি বাংলার উন্নয়নের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু বর্তমান সরকার দুর্নীতি ও কাটমানির কারণে কোনও কাজ এগোতে দিচ্ছে না।
তিনি উদাহরণ টেনে বলেন, ত্রিপুরায় বাম আমলে অবস্থা ছিল শোচনীয়, কিন্তু বিজেপি সরকার আসার পর দ্রুত উন্নয়ন হচ্ছে। বাংলাতেও তিনি সেই উন্নয়নের কাজ করতে চান, তবে বর্তমান সরকার রাজ্যকে বিনাশের পথে ঠেলে দিচ্ছে।
প্রসঙ্গত, শনিবারই তাহেরপুর থেকে অসমে যাওয়ার কথা থাকায় মোদী তাঁর বক্তব্য দীর্ঘায়িত করেননি। তবে জনসভা কার্যত বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। চেয়ার ছোড়াছুড়ি ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে।
মোদী উপস্থিত না থাকায় সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়। এর আগে সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও সৌমিক ভট্টাচার্য।
তাঁদের বক্তৃতায় বাংলাদেশের হিন্দু যুবক দীপুদাসের উপর সাম্প্রতিক অত্যাচারের প্রসঙ্গ উঠে আসে এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগে সরব হন তাঁরা।

