রাষ্ট্রপতি ভবনে মোদী-মুর্মু বৈঠক, কূটনৈতিক সমীকরণে নয়া জল্পনা

নয়াদিল্লি: শনির সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির সামাজিক মাধ্যমে সেই বৈঠকের ছবি প্রকাশিত হলেও, আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনও সরকারি বিবৃতি আসেনি, এখনও।

সম্প্রতি, শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে মন কষাকষি, চিন-রাশিয়া বৈঠক, এরপরই আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণে দিল্লি রয়েছে আলোচনার কেন্দ্রে। সদ্য শেষ হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে মোদী গিয়েছিলেন জাপান হয়ে চিন সফরে। সেখানে তিনি পৃথকভাবে সাক্ষাৎ করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

এই সফরের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন—প্রথমে নেতিবাচক, পরে হোয়াইট হাউসে দাঁড়িয়ে মোদীকে “ভাল বন্ধু” বলে প্রশংসা করেন। মোদীও পাল্টা টুইট করে ট্রাম্পের ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন এবং বলেন, “আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব।”

এই আন্তর্জাতিক আবহে রাষ্ট্রপতির সঙ্গে মোদীর বৈঠককে অনেকেই কূটনৈতিক বার্তা হিসেবেই দেখছেন। বিশেষ করে আমেরিকা, রাশিয়া ও চিনের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

About The Author