নয়াদিল্লি: জঙ্গি দমনে, যে যখন খুশি, যেখানে খুশি, অ্যাকশন নিন! পহেলগাঁওয়ের বদলা নিতে দেশের তিন সামরিক বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেড় ঘণ্টার বৈঠক থেকে দেশের তিন সামরিক বাহিনীকে সবুজ সংকেত দিলেন মোদী! যা খুশি ‘অ্যাকশন’ নিন, পহেলগাঁও হামলার বদলা নিতে পদক্ষেপ করতে পারে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা! দেড় ঘণ্টার বৈঠকে পূর্ণ সমর্থনের কথাই নাকি বলেছেন প্রধানমন্ত্রী!
সংবাদ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার নিজের বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান-সহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে যে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী, তাতে তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যখন খুশি, যেখানে খুশি পহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা।
কীভাবে হামলা চালানো হবে, কীভাবে পরিকল্পনা করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে কোনও বাহিনীর হাত-পা বেঁধে রাখা হবে না। যেমন মনে হবে, সেরকমভাবেই ‘অ্যাকশন’ নেওয়ার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগের মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ওই জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিট্যান্স ফ্রন্ট আছে বলে অভিযোগ উঠেছে।

