অশান্তির আড়াই বছর পর মণিপুরে যেতে পারেন মোদী

মণিপুর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম ও মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী।

তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন উত্তর-পূর্ব সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর তিনি মিজোরাম সফরে যাচ্ছেন বৈরবী-সাইরাং রেলপথ উদ্বোধনের জন্যবিয়া। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে সফরসূচি এখনও নিশ্চিত করা হয়নি, সূত্র বলছে, মিজোরাম সফরের পর তিনি মণিপুরেও যেতে পারেন।

২০২৩-এর জাতিগত সংঘর্ষের পর এই প্রথমবার মোদীর মণিপুর সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সময় মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৫০ জন, ঘরছাড়া হয়েছিলেন ৬০,০০০-এর বেশি মানুষ।

বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নিরাপত্তা বাহিনী এখনও মোতায়েন রয়েছে। স্কুল খুলছে, মানুষ ফিরছেন ঘরে। সূত্রের দাবি, সফর হলে প্রধানমন্ত্রী মেইতি ও কুকি অধ্যুষিত অঞ্চল পরিদর্শন করতে পারেন এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও হতে পারে।

সফরটি হবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। মিজোরাম সরকারের তরফে আইজল থেকে সফরের বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে সফরের দিনক্ষণ—১২ না ১৩ সেপ্টেম্বর—এখনও চূড়ান্ত নয়।

উল্লেখ্য, ২০২৩-এ মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে যে অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে মৃত্যু হয়েছে অন্তত ২৫০ জনের। বিভিন্ন রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন ৬০,০০০ মানুষ।

About The Author