সংবিধান সংশোধনী বিলে ৩০ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব হারানোর প্রস্তাব। প্রথমে প্রধানমন্ত্রীর নাম বাদ থাকলেও, নিজেই তা অন্তর্ভুক্ত করেন নরেন্দ্র মোদী। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।
নয়াদিল্লি: মন্ত্রীদের জন্য কড়া বার্তা! যদি কোনও মন্ত্রী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন এবং ৩০ দিন জেলে থাকেন, তবে ৩১ তম দিনে তাঁকে মন্ত্রিত্ব ছাড়তেই হবে—এমনই বিধান আনছে কেন্দ্র। লোকসভায় ইতিমধ্যেই পেশ হয়েছে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল।
এই আইনের আওতায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রী—কেউই রেহাই পাবেন না। অথচ বিলের প্রাথমিক খসড়ায় প্রধানমন্ত্রীর নাম ছিল না। কিন্তু সেই বাদ দেওয়া নাম নিজেই ফেরত আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
— কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানান, ক্যাবিনেটে বিল পেশের সময় প্রধানমন্ত্রী পদকে বাদ রাখা হয়েছিল। কিন্তু মোদী তাতে আপত্তি জানান। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রীও একজন সাধারণ নাগরিক। তাঁর জন্য কোনও বিশেষ সুরক্ষা থাকা উচিত নয়।”
রিজিজু আরও বলেন, “আমাদের দলের বহু মুখ্যমন্ত্রী রয়েছেন। যদি কেউ ভুল করেন, তবে তাঁকে পদ ছাড়তেই হবে। নৈতিকতা বজায় রাখা জরুরি। বিরোধীরাও যদি এই নৈতিকতার পথে হাঁটতেন, তবে বিলকে স্বাগত জানাতেন।”
এই বিলকে ‘জনতার দাবি’ বলেই ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, ক্ষমতায় থাকা দলগুলি সাধারণত নিজেদের রক্ষা করতে বিল আনে। কিন্তু এই বিল তার ব্যতিক্রম। বহুদিন ধরেই জনগণ এমন একটি আইন চেয়ে আসছিলেন—এবার সেই চাহিদারই বাস্তবায়ন শুরু হয়েছে।