কলকাতা: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য—মিজোরাম, মণিপুর ও অসম—সফর সেরে রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সোমবার বিজয় দুর্গে (ফোর্ট উইলিয়াম) শুরু হচ্ছে তিন দিনের ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান সহ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা।
এ বারের সম্মেলনের মূল থিম— ‘Year of Reforms: Transforming for the Future’। আলোচনায় উঠে আসবে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ, বাহিনীগুলির মধ্যে সমন্বয়, এবং কাঠামোগত সংস্কারের বিষয়গুলি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরের বাইরে তাঁকে স্বাগত জানাতে ঢাক-ঢোল নিয়ে হাজির ছিলেন বহু সমর্থক।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কলকাতা থেকে পুর্ণিয়া (বিহার) রওনা হবেন বলে জানা গেছে।