ইদের শুভেচ্ছা জানিয়ে হাসিনাকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর

বিশ্বজুড়ে ইদ-উল-আজহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সেই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগাম চিঠি লিখে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চিঠিতে মোদি লিখেছেন, ‘শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা দরকার, পবিত্র ইদ-উল-আজহা উৎসবে সেই ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়।’ সেইসঙ্গে মোদি বলেন, ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ইদ-উল-আজহা।’ সেই চিঠিতে প্রধানমন্ত্রী হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন মোদী।

মোদীর শপথে শামিল হওয়ার পরও আগামী সপ্তাহে ফের দু’দিনের জন্য ভারতে আসছেন শেখ হাসিনা। জানা যাচ্ছে, তিনি ভারতে পৌঁছোবেন ২১ জুন। মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও একাধিক বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। যদিও হাসিনার এই দু’দিনের সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।