ধসে প্রাণহানিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের আশ্বাস

দার্জিলিং ধসে নিহতদের প্রতি শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী। আশ্বাস দিলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে কেন্দ্র, মিলবে সর্বতোভাবে সহায়তা।

নয়াদিল্লি: দার্জিলিং ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এই মর্মান্তিক ঘটনায় রবিবার শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স (পূর্বতন টুইটার)-এ তিনি লেখেন, “দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

প্রধানমন্ত্রী আরও জানান, “দার্জিলিং ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কেন্দ্রীয়ভাবে নজরে রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্তরকম সহায়তা দেওয়া হবে।”

এই দুর্যোগে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কুর্সিয়ংয়ের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও দেহ উদ্ধার চলছে।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও জানিয়েছেন, “এই ভয়াবহ বৃষ্টিতে আমাদের পাহাড়ি অঞ্চল, তেরাই ও ডুয়ার্সে ব্যাপক ক্ষতি হয়েছে। বিজেপি কর্মীদের সক্রিয়ভাবে উদ্ধার ও সহায়তায় নামানো হয়েছে।”

এই বিপর্যয়ের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের সমন্বয়ে ত্রাণ ও পুনর্বাসনের কাজ জোরদার করা হচ্ছে। প্রসঙ্গত, কালই উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

About The Author