কলকাতা: রাজ্যের উন্নয়ন নিয়ে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা ও সিঙ্গুরে দু’দিনের সফরে একাধিক রেল ও পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, “গত ১০০ বছরে ২৪ ঘন্টার মধ্যে এত কাজ হয়নি।”
প্রধানমন্ত্রী জানান, মাত্র একদিনে পশ্চিমবঙ্গের জন্য ৩,২৫০ কোটিরও বেশি টাকার প্রকল্প উদ্বোধন হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন, অমৃত ভারত সহ মোট ১০টি নতুন ট্রেন পরিষেবা, রেল আধুনিকীকরণ এবং বন্দর সংযোগ বৃদ্ধির উদ্যোগ। তাঁর বক্তব্যে স্পষ্ট, কেন্দ্র রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।
মোদী বলেন, “বাংলার মানুষ উন্নয়ন চান। আমরা সেই উন্নয়নকে বাস্তবায়িত করছি। রেল ও বন্দর সংযোগের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, ব্যবসা-বাণিজ্য এগোবে।” তিনি আরও দাবি করেন, বাংলার যুবশক্তি ও মেধা দেশের অগ্রগতির চালিকাশক্তি।
তবে বিরোধী শিবিরের দাবি, প্রধানমন্ত্রী উন্নয়নকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করছেন। তৃণমূলের বক্তব্য, শিল্প ও চাকরির বাস্তব দিশা না দেখিয়ে শুধু প্রকল্প উদ্বোধনের সংখ্যা বাড়ানো হচ্ছে। মোদীর মুখে এই কথা নিয়ে একদিকে বিজেপি উন্নয়নের বার্তা ছড়াচ্ছে, অন্যদিকে বিরোধীরা প্রশ্ন তুলছে বাস্তবায়ন নিয়ে।

