শনিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, পদ্মাপারের অশান্তি নিয়ে বার্তা দেবেন কি?

বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ, ভারতবিরোধী স্লোগান। সেই আবহে বাংলায় আসছেন মোদী! রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী মোদী তাঁর জনসভায় এই বিষয়েও বার্তা দিতে পারেন।

নদিয়া: শনিবারই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে কেন্দ্র করে নদিয়ার তাহেরপুরে সাজো–সাজো রব। নেতাজী পার্কের মাঠে জনসভা ছাড়াও প্রশাসনিক বৈঠক ও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণ শুরু হয়েছে, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

তবে সফরের রাজনৈতিক তাৎপর্য নিয়েও জোর আলোচনা চলছে। সম্প্রতি পদ্মাপারের অশান্তি, বাংলাদেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ, ভারতবিরোধী স্লোগান; সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী মোদী তাঁর জনসভায় এই বিষয়েও বার্তা দিতে পারেন। সীমান্তের নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি; সবই তাঁর বক্তব্যে উঠে আসতে পারে বলে অনুমান।

তাহেরপুরে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই জনসভা সফল করতে মরিয়া। ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে শহর। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, মোদীর সফর আসলে রাজনৈতিক মঞ্চে শক্তি প্রদর্শনের কৌশল। তবে সাধারণ মানুষের চোখ এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে, তিনি পদ্মাপারের অশান্তি নিয়ে কী বলেন, সেটাই হবে মূল আকর্ষণ।

About The Author