Price Hike: আরও দামি রান্নার গ্যাস, দাম বাড়ল পেট্রল-ডিজেলেরও

আবারও বাড়ল পেট্রল-ডিজেল-গ্যাসের দাম। প্রায় তিন মাস পর ফের জ্বালানির মূল্যবৃদ্ধি। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫ টাকা ৫০ পয়সা। অন্য দিকে লিটার প্রতি ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০ টাকা ৬২ পয়সা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। বাড়তি দাম হয়েছে ৯৭৬ টাকা।

মঙ্গলবার থেকে জ্বালানির ওপর বাড়তি দাম কার্যকর হয়েছে। এদিকে, ইউক্রেন ও রাশিয়া সংঘর্ষ প্রায় ১ মাস হতে চলেছে। রাশিয়ার ওপর পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞা জেরে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে হয়েছে ১৩৯ ডলার। সেই কারণেই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, দুধের দামও আরও ৫ টাকা বাড়ল।

About The Author