মায়ের ফেরার অপেক্ষায় হাসপাতালের সামনে দাঁড়িয়ে পোষ্য়‌ কুকুর

জলপাইগুড়ি: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা মনিব, তাঁর অপেক্ষায় হাসপাতালের বাইরে ঠায় বসে রয়েছে পোষা কুকুরগুলি। এমনই করুন ছবি ধরা পড়ল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের সামনে।

 

জানা যায়, কুকুরগুলির পালিকা অশীতিপর বৃদ্ধা জয়ন্তী রায় অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। ময়নাগুড়ি ফুটবল মাঠ সংলগ্ন একটি ছোট্ট প্লাস্টিকের ঘরে বাস করেন জয়ন্তী। পরিবার বলতে কেউ নেই। গত ৩৫ বছর ধরে একাকি ওইখানেই বাস করেন।

দিনের বেলা বাজারে গিয়ে ভিক্ষে করে যা মিলত তা দিয়ে কোনওমতে কুকুরগুলির পেট ভরাতেন। বয়সের ভারে দুর্বল হয়ে পড়লেও অবোলা জীবগুলির দেখাশোনা বন্ধ করেননি। এলাকার মানুষ জয়ন্তীকে দিদি বলে ডাকে। ক’দিন ধরে বাজারে তাঁর দেখা না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের।

পরে জরাজীর্ণ ঘরে গিয়ে জয়ন্তীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ কিন্তু পোষ্যরা যেন মাতৃহীন অবস্থায় এদিক-ওদিক ছোটাছুটি করছে, জয়ন্তীর খোঁজে। হাসপাতালের সামনে ঘোরাঘুরি করছে দিনরাত। কখন ফিরবে, হয়ত সেই আশায়।

About The Author