পটনার হাসপাতালের আইসিইউয়ে গুলি চালানোর ঘটনায় কলকাতার আনন্দপুর থেকে পাঁচ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তে ধৃতের সংখ্যা বেড়ে ১১। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই এই অভিযান।
কলকাতা: বিহারের পটনায় হাসপাতালের আইসিইউয়ে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুন করার ঘটনায় তদন্তের জাল ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। শনিবার রাতে কলকাতার আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউস থেকে পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর ফলে পটনা-কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে একটি গাড়িকে কলকাতা অভিমুখে যেতে দেখা যায়। সেই সূত্রে আনন্দপুর ও ভাঙড়-সহ একাধিক স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে ধরা পড়ে পাঁচ জন। তাঁদের মধ্যে চার জনের নাম—সচিন সিংহ, হরিশ কুমার, তৌসিফ এবং ইউনুস খান। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও, যার নাম এখনও প্রকাশ্যে আসেনি।
স্থানীয় বাসিন্দা সৌমেন্দ্র দত্ত জানান, ‘‘শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ পুরো এলাকা পুলিশে ভরে যায়। কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স আসে এবং স্ট্রেচারে একজনকে নামানো হয়। তিনি জীবিত ছিলেন না মৃত, তা বোঝা যায়নি।’’ আকস্মিক এই তল্লাশি ও আটক পর্বে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন এলাকাবাসী।
পূর্বে নিউটাউনের একটি আবাসন থেকেও পাঁচ অভিযুক্তকে আটক করা হয়েছিল, তাঁদের মধ্যে চার জন সরাসরি খুনের সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রের খবর। উল্লেখযোগ্য, নিহত চন্দন মিশ্র নিজেও একজন কুখ্যাত গ্যাংস্টার ছিলেন, তাঁর বিরুদ্ধে ছিল ২৪টি ফৌজদারি মামলা।