কলকাতা: জেলে গিয়ে ‘ওজন কমলেও ভুঁড়ি কমেনি’, ‘ভুঁড়ি কমবার নয়’—হাসিমুখে জানালেন পার্থ চ্যাটার্জি। #ParthaChatterjee
তিন বছর সাড়ে তিন মাস জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে নাকতলার বাড়িতে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বাড়ি ফেরার পর অনুরাগীরা তাঁকে দেখতে আসেন। তাঁদের সঙ্গে কথোপকথনের সময়ই উঠে আসে তাঁর স্বাস্থ্য প্রসঙ্গ। পার্থ জানান, জেলে থাকার সময়ে তাঁর প্রায় ১১ কেজি ওজন কমেছে। তবে উপস্থিত কেউ মজা করে বলেন, “দাদার ভুঁড়িটা একইরকম রয়েছে।” এই মন্তব্য শুনে তিনি হেসে ফেলেন এবং বলেন, “বাবারও ভুঁড়ি ছিল। এই ভুঁড়ি কমবার নয়।”
পার্থ আরও জানান, তাঁর ছাতি কিছুটা কমেছে। এদিন তাঁকে দেখা যায় চশমা ছাড়া, কারণ তিনি এখন লেন্স ব্যবহার করছেন। জেলে থাকার সময় পায়ের সমস্যার কথা তিনি বারবার উল্লেখ করেছিলেন। এদিন জানান, পায়ের চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসকরা তাঁকে হাঁটাহাঁটি করার পরামর্শ দিয়েছেন।
অনুরাগীদের সঙ্গে এই আলাপচারিতায় পার্থ চট্টোপাধ্যায়কে স্বাভাবিক মেজাজে দেখা যায়। দীর্ঘদিন পর বাড়ি ফিরে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। তাঁর স্বাস্থ্য নিয়ে নানা মন্তব্য হলেও তিনি নিজেই খোলাখুলি জানালেন, ওজন কমলেও ভুঁড়ি একই রয়ে গেছে।

