কলকাতা: জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন— “চাকরির বদলে কার কাছ থেকে টাকা নিয়েছি?”
২০২২ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর দীর্ঘ তিন বছর তিন মাস রাজনীতির বাইরে ছিলেন তিনি। মুক্তি পাওয়ার পরই আবার সক্রিয় হয়ে ওঠেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেন। চিঠিতে তিনি দাবি করেন, তাঁর সততার ছবিকে মসীলিপ্ত করার চেষ্টা হয়েছে। যদি কেউ তাঁর নাম করে টাকা তুলে থাকে, তবে প্রমাণ-সহ তা তাঁর ‘জনবাক্স’-এ জমা দিতে অনুরোধ করেছেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় আরও লিখেছেন, বেহালাবাসীর আশীর্বাদেই তিনি বারবার নির্বাচনে জয়ী হয়েছেন। তাই তাঁদের কাছেই তিনি বিচার চাইছেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি আগেও ছিলেন, এখনও আছেন।
এই খোলা চিঠি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে জেল থেকে বেরিয়েই কেন তিনি জনতার কাছে এমন আবেদন করছেন। অন্যদিকে, তাঁর সমর্থকরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততার দাবিকে সামনে রেখেই তিনি আবার জনসংযোগে ফিরতে চাইছেন।

