জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ ২৭ মাস জেলে থাকার পর অবশেষে সুপ্রিম কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
সিবিআইয়ের মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছে বিচারপতি এমএম সুন্দরেশ ও এনকে সিংয়ের বেঞ্চ। এর আগে ইডির মামলায় তিনি জামিন পেয়েছিলেন, এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন। ফলে তাঁর জেলমুক্তিতে আর কোনও আইনি বাধা রইল না বলে মনে করা হচ্ছে।
তবে জামিনের সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—সরকারি পদে বসা বা কোনও সরকারি অফিসে কাজ করার নিষেধাজ্ঞা। এখনও সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ হয়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে যে আদালতের নির্দেশ অনুযায়ী চার্জ গঠনের প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের আগে শেষ করতে হবে।
সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ২৭ মাস জেলবন্দি থাকার পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি। আদালতের শর্ত অনুযায়ী, চার্জ গঠন শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।