গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন-জামাইয়ের

কলকাতা আসার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন-জামাইয়ের, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অভিনেতার বোনও। শনিবার বিকেল ৪টার দিকে ধানবাদ জেলার নিসা চকের কাছে অটো চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্ত্রী সবিতা তিওয়ারিকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে ধানবাদ থেকে কলকাতা যাচ্ছিলেন রাকেশ তিওয়ারি। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রবল গতিতে চলছিল গাড়িটি। নিসা চকে একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি। এতে গাড়িতে ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকেশ তিওয়ারি। তবে তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক।

About The Author