পেনশনের টাকা নিয়ে ফেরার পথে হাইরোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ

রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম বৃদ্ধ! পেনশনের টাকা নিয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফেরার সময় সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন রাজগঞ্জের বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজগঞ্জের পানিকাউড়ি মোড়ে ফের ঘটনা। জানা গেল, ওই ব্যক্তির নাম দেবোতোষ সরকার। তিনি তার নাতিকে নিয়ে দুবরাগছ শেয়ালপাড়া এলাকায় থাকেন। পাশের সার কারখানায় কাজ করেন।

তার নাতি জানাল, এদিন পেনশনের টাকা তুলতে পানিকাউরি মোড়ে গিয়েছিলেন তার দাদু। বাড়ি ফেরার সময় রাস্তায় উঠতে না উঠতেই একটি বেপরোয়া গাড়ি তাকে জোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।

স্থানীয়দের কেউ বলছেন সরকারি বাস তো কেউ বলছেন তেলের ট্যাংকার। যদিও ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয় ওই বৃদ্ধকে। এই ঘটনায় সেখানে কর্মরত ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছেন আহত দেবতোষবাবুর নাতি। পুলিশ বলছে তদন্ত করে দেখা হচ্ছে।

About The Author