কোটি টাকার প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার, গ্রেপ্তার ৩

বিদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ প্যাঙ্গুলিনের আঁশ সমেত তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বেলাকোবা বন বিভাগ। নেপালে পাচারের পথে শিলিগুড়ি জলপাইমোড় থেকে প্যাঙ্গুলিনের আঁশগুলি উদ্ধার করেছে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মীরা।

পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর। তাদের কাছ থেকে প্রায় ৪৮ কেজি প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃতদের নাম বাগচান ধাবী, ধর্মবীর ধাবী ও দলবীর পাজা। ধৃত তিনজন পঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। এর আগেও ২০১৭ সালে অভিযুক্তদের একজন বাগচান ধাবী প্যাঙ্গুলিনের আশঁ পাচার করার সময় শালুগাড়া রেঞ্জের বনকর্মীদের হাতে গ্রেপ্তার হয়। সেই ঘটনায় তিন বছর হাজতবাস হয়েছিল তার। ঘটনার তদন্ত করছে বেলাকোবা বনদপ্তর।

About The Author