পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা কবে? কি জানাল কমিশন

কলকাতা: রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে আগামী ৮ জুলাই। আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ১৯ জুলাই। নির্বাচনের দিনক্ষন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন।

আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে। বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে। ফল ঘোষণা ১৯ জুলাই।

রাজ্যে অবশেষে বাজল পঞ্চায়েত ভোটের দামামা। হাতে আর মাত্র এক মাস সময়। তারপরই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা বলেন, ‘রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই, শনিবার। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না। দার্জিলিং এবং কালিম্পং-এর ক্ষেত্রে দ্বিস্তর নির্বাচন হবে। ভোটের ফলাফলের তারিখ নির্দিষ্ট না হলেও খবরে প্রকাশ, আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে। পঞ্চায়েত নির্বাচনের ফল জানা যাবে ১৯ জুলাই।

About The Author