আব্রারকে প্রশ্ন করা হয়, “বিশ্বের কোন খেলোয়াড়কে আপনি সহ্য করতে পারেন না?” উত্তরে তিনি বলেন, “আমি চাই, আমি বক্সিং করি আর সামনে দাঁড়িয়ে থাকুক একজন ভারতীয় খেলোয়াড়।” ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠের বাইরে এবার উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে ভারতের প্রাক্তন ব্যাটার শিখর ধবনের বিরুদ্ধে বক্সিং রিংয়ে নামার ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রশ্ন ছিল— “বিশ্বের কোন খেলোয়াড়কে আপনি সহ্য করতে পারেন না এবং তার সঙ্গে বক্সিং করতে চান?” উত্তরে আব্রার বলেন, “আমি চাই, আমি বক্সিং করি আর সামনে দাঁড়িয়ে থাকুক শিখর ধবন।”
এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যদিও আব্রার এই মন্তব্যের পেছনে ব্যক্তিগত ক্ষোভ, প্রতিদ্বন্দ্বিতা না নিছক মজা— তা স্পষ্ট নয়। তবে এমন মন্তব্য দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত এশিয়া কাপে আব্রারের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক— ছয়টি উইকেট নিয়েই থেমে যান তিনি। এর মধ্যেই করাচিতে তার বিয়ের অনুষ্ঠানও ছিল আলোচনায়। তবে এই বক্সিং চ্যালেঞ্জের ভিডিও নতুন করে তাকে শিরোনামে এনে ফেলেছে।
এই ঘটনার পর ধবনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে দুই দেশের ক্রিকেট ইতিহাসে এমন ব্যক্তিগত মন্তব্য বিরল নয়, বিশেষ করে যখন তা মজার ছলে হলেও জাতীয় আবেগকে ছুঁয়ে যায়।