বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না সিদ্ধান্ত শুক্র বা সোমে, শরিফ-সাক্ষাতের পর জানালেন নকভি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল। সোমবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার নেওয়া হবে।

নকভি জানান, প্রায় ৩০ মিনিটের বৈঠকে তিনি বিশ্বকাপ সংক্রান্ত সমস্ত পরিস্থিতি প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করেছেন। বৈঠক শেষে তিনি এক্স-এ লিখেছেন, “প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির অবস্থান এবং পরিস্থিতি বিস্তারিত জানিয়েছি। তিনি বলেছেন, সব বিকল্প খোলা রেখে সমাধান করা হবে।”

তবে নকভির পোস্টে প্রথমে প্রধানমন্ত্রীকে ‘নওয়াজ শরিফ’ বলে উল্লেখ করায় নতুন বিতর্ক শুরু হয়েছে। পরে তিনি সংশোধন করে ‘শাহবাজ শরিফ’ লেখেন।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর থেকেই পাকিস্তান প্রতিবাদে পাশে দাঁড়িয়েছে। নকভি ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তানও বয়কট করতে পারে। তবে আইসিসির শাস্তির আশঙ্কায় তারা প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ থাকতে পারে—যেমন ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট।

এদিকে, পাকিস্তান ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। ফলে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে—শেষ মুহূর্তে কি সত্যিই পাকিস্তান সরে দাঁড়াবে, নাকি মাঠে নামবে।

About The Author