৪০১ রান করেও পাকিস্তানের কাছে হেরে গেল নিউজিল্যান্ড

বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ৪০০ রান করেও হারল কোনও দল। চলতি বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ডিএলএস নিয়মে নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে এর আগে ৫ বার ৪০০ রান হয়েছিল। প্রতিবারই আগে ব্যাট করা দল জিতেছিল। তবে এবারে হল উল্টোটা।

শনিবার ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৪০১ রান করে নিউজিল্যান্ড। ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাচিন রবীন্দ্র। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ফকর জামান। ৮১ বলে ৮টি চার ও ১১টি ছক্কা মেরে ১২৬ রান করে অপরাজিত থাকেন ফকর জামান। তবে বৃষ্টির কারণে দুবার খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার সময় পাকিস্তান ২৫.৩ ওভারে এক উইকেটে ২০০ রান করে। ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, পাকিস্তান সেই সময় এগিয়ে ছিল ২১ রানে। ফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়। বাবর আজম ৬৩ বলে ৬টি চার ও ২টি ছক্কা মেরে ৬৬ রান করে অপরাজিত।

৮টি ম্যাচের পর পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলেরই ৮ পয়েন্ট। কিন্তু নেট রান রেটের কারণে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে। পাকিস্তান পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। ১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। নেট রান রেটে উন্নতি করতে ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বাবর আজমের দলকে। ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। এখনও পর্যন্ত শুধুমাত্র ভারতই সেমিফাইনালে পৌঁছেছে। ৭ ম্যাচের সবকটিতেই জিতেছেন রোহিত শর্মারা।

About The Author