পাকিস্তানে ফের চাঞ্চল্যকর ঘটনা! বালুচিস্তান প্রদেশে যাত্রীবোঝাই ট্রেন দখল করে শতাধিক যাত্রীকে পণবন্দী করল স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী। ঘটনার জেরে পাকিস্তানজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। নামানো হয়েছে সেনা।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে দখল করেছে বিদ্রোহীরা। পাক রেল দফতরের আধিকারিক মহম্মদ কাশিফ জানিয়েছেন, ন’টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৪০০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০০ জনেরও বেশি পণবন্দী হয়েছেন।
রয়টার্সের দাবি, ট্রেনের নিরাপত্তার দায়িত্ব থাকা ছ’জন আধাসেনা বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন!এলোপাথাড়ি গুলি ছুড়তে ছু়ড়তে সশস্ত্র বালুচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে তাঁর অভিযোগ। বিএলএ-র তরফেও দাবি করা হয়েছে, ১০০ জন যাত্রী তাদের হাতে পণবন্দী! ঘটনার জেরে ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার।

