Imran Khan praises India: পাক-প্রধানমন্ত্রীর মুখে ভারত-নীতির প্রশংসা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে ভারতের নাম গান। ইমরান খানের কথায়, ‘ভারত কোয়াড সদস্য। আমেরিকাও তার সদস্য। এ দিকে ভারত আবার রাশিয়া থেকে তেল আমদানি করছে। যে রাশিয়ার উপর আমেরিকা ও পশ্চিমের দেশগুলি নিষেধাজ্ঞা চাপিয়েছে। কিন্তু ভারত নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে আসছে। এটা সম্ভব হয়েছে কারণ ভারতের বিদেশনীতি তাদের দেশবাসীর দিকে তাকিয়ে তৈরি করা হয়েছিল।’  পাকিস্তানের মালাকান্দে একটি প্রকাশ্য সভায় পাক প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘আমি আজ ভারতের প্রশংসা করতে চাই। তারা সবসময় স্বাধীন বিদেশনীতি অবলম্বন করে চলেছে।’ এভাবেই ভারত ও তার বিদেশনীতির ভূয়সী প্রশংসা পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে। আস্থা ভোটের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরানের এই ভারত স্তুতিতে ভিন্ন তাৎপর্য খুঁজছেন কূটনৈতিকদের একাংশ।

সম্প্রতি ইউক্রেন-রাশিয়া পরিস্থিতির জেরে বিশ্ব মূলত দুই পক্ষে ভাগ হয়েছে। মার্কিন প্রভাবিত দেশগুলিকে রাশিয়ার বিপক্ষে দাঁড়াতে চাপ দিচ্ছে আমেরিকা। পাকিস্তানকেও তাই করতে বলা হয়েছিল। তাই নিয়ে সমস্যায় পরে পাক মুলুক। এদিকে, ভারতকে আমেরিকা প্রস্তাব দিলেও ভারত কারও পক্ষেই ভোট দেয়নি। বরং দুই পক্ষের মূল হোতা অর্থাৎ রাশিয়া এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। যার ফলে ভারতের সমস্যা হচ্ছে না। এই অবস্থার জন্য ভারতের বিদেশনীতির প্রশংসা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

About The Author