এবার নতুন নাটক! টি-২০ বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিসিবি জানিয়েছে, সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তিনি আইসিসি বোর্ড মিটিংয়েও বিষয়টি তুলেছেন।
নকভি বলেন, “বাংলাদেশকে যে কোনও পরিস্থিতিতেই বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। ওরা ক্রিকেটের বড় অংশীদার। দ্বিচারিতা চলতে পারে না।” তবে পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তাঁর বক্তব্য অনুযায়ী, পাকিস্তান সরকারের নির্দেশেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
পিসিবি যদি সত্যিই দল না পাঠায়, তবে আইসিসি কঠোর শাস্তি দিতে পারে। এমনকি বাংলাদেশের তুলনায় পাকিস্তানকে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তানের অবস্থান বিশ্বকাপকে ঘিরে নতুন নাটক তৈরি করেছে। ক্রিকেট মহলে এখন প্রশ্ন—দুই বড় এশীয় দেশ ছাড়া বিশ্বকাপের মর্যাদা কতটা অক্ষুণ্ণ থাকবে।

