‘পাকিস্তানে আসুন’, ইউনূসকে শেহবাজের আমন্ত্রণে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন। সেখানেই পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

জানা গেল, মহম্মদ ইউনূস পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ জানান।

শেহবাজ শরিফের এই আমন্ত্রণকে ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন সমীকরণের আভাস মিলছে। ভারতীয় দৃষ্টিভঙ্গিতে বিষয়টি তাৎপর্যপূর্ণ—কারণ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল হলেও সাম্প্রতিক সময়ে পারস্পরিক বোঝাপড়ার বার্তা উঠে আসছে।

ভারতের কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর যদি বাস্তবায়িত হয়, তবে তা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংলাপ ও সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

About The Author