রঙের উৎসবে পাকিস্তানে হিন্দু ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগ। সেই মুহূর্তের ছবি প্রকাশ্যে। হোলি উৎসবে হামলার শিকার হলেন পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। ঘটনায় আহত অন্তত ১৫ পড়ুয়া।
জানা গিয়েছে, মঙ্গলবার লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা হোলি খেলায় মেতেছিলেন। অনুষ্ঠান চলাকালীন ইসলামি জমিয়ত তুলবা নামে কট্টরপন্থী ইসলামিক ছাত্র সংগঠন তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। জোর করে রং খেলা বন্ধ করে দেওয়া হয়।
হামলার ঘটনার প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় অন্তত ১৫ জন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্মারকলিপি জমা দিয়েছেন হিন্দু ছাত্রছাত্রীরা। দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি জানানো হয়।
Pakistan: Islami Jamiat Tulba extremists attack Hindu students celebrating Holi at Punjab University campus, Lahore; 15 Hindu students injured pic.twitter.com/eRzalrmHrE
— Sidhant Sibal (@sidhant) March 7, 2023
Fascism in full swing in #Pakistan as Jamiat's goons attack 15 Hindu students for celebrating Holi. The next time we criticise Modi and raise a voice for Muslims in India, let's take a long, hard look in the mirror and realise that we are exactly what we hate. #Holi pic.twitter.com/VEXXIACe1e
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) March 7, 2023