বিশ্বকাপের মঞ্চে প্রথম বার ভারতকে হারাল পাকিস্তান। পাল্টে গেল ইতিহাস। রবিবার প্রথম ম্যাচেই বাবরের পাকিস্তানের বিরুদ্ধে নেমে ১০ উইকেটে হারল ভারত। শুরুতেই টসে যেতে পাকিস্তান এবং বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট পরে ভারতের। আর এতেই আত্মবিশ্বাস ফিকে হয়ে যায়। কোনওরকমে ১৫০ পার করে ইতি টানে ভারতের ব্যাটিং। এদিকে পাকিস্তানের একটি উইকেটও ফেলতে পারলনা ভারত। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের জন্য ভারতকে হারাল পাকিস্তান। এর আগের ১২ বারের হারের বদলা নিল পাকিস্তান। দুবাইয়ের মাটিতে ভারতীয় অনুরাগীদের হতাশ করল ভারতীয় দল।
CONGRATULATIONS: Pakistan beat India by 10 wickets! #WeHaveWeWill #T20WorldCup pic.twitter.com/XQLliympz2
— Pakistan Cricket (@TheRealPCB) October 24, 2021