এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান , কিন্তু ম্যাচের উত্তেজনা ছিল শেষ বল পর্যন্ত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৩৫/৮। ব্যাটিং বিপর্যয়ের মাঝে মোহাম্মদ হারিস (৩১), মোহাম্মদ নবাজ (২৫) ও শাহিন আফ্রিদি (১৯)-এর ছোট ছোট ইনিংস দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করে।
বাংলাদেশের বোলিংয়ে তাসকিন আহমেদ (৩ উইকেট) ও রিশাদ হোসেন (২ উইকেট) ছিলেন কার্যকর।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। যদিও মাঝপথে শামিম হোসেন (৩০) ও রিশাদ হোসেন (১৬)-এর লড়াকু ইনিংস ম্যাচে উত্তেজনা ফেরায়।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান, কিন্তু হ্যারিস রউফের নিখুঁত ইয়র্কার ও চাপের বল বাংলাদেশকে ১২৪/৯-এ থামিয়ে দেয়।
এই জয়ে পাকিস্তান ফাইনালের দৌড়ে এগিয়ে গেল, আর বাংলাদেশ বিদায় নিল সুপার ফোর থেকে।