এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করে দেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুররা। মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
যদিও শেষদিকে মোহাম্মদ হারিস, মোহাম্মদ নবাজ ও শাহিন আফ্রিদির ছোট ছোট ইনিংস কিছুটা সম্মান রক্ষা করে। ২০ ওভারে পাকিস্তান থামে ১৩৫/৮-এ।
বাংলাদেশের ফিল্ডিংয়ে কিছু ভুল থাকলেও, বোলিং ছিল কার্যকরী ও পরিকল্পিত। তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, রিশাদ হোসেন ২টি।
এই ম্যাচ কার্যত সেমিফাইনাল, জয়ী দল উঠবে ফাইনালে, পরাজিত দল বিদায় নেবে। বাংলাদেশের সামনে এখন ১৩৬ রানের লক্ষ্য, যা এই পিচে এবং বর্তমান ফর্মে একেবারেই নাগালের মধ্যে। বাংলাদেশের ব্যাটারদের কাছে এটাই সুযোগ, ফাইনালে পৌঁছনোর স্বপ্নকে বাস্তব করার।

