এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ১৪৬ রানেই অলআউট! ১৯.১ ওভারে-ই দম ফুরোল। ভারত পেল ১৪৭ রানের সহজ লক্ষ্য। আগাম জয়ের উচ্ছাস।
দুবাইয়ের রাতটা যেন ভারতের জন্যই লেখা ছিল। এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.১ ওভারে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেল। শুরুটা ভালো হলেও, মাঝ ও শেষের ওভারে ভারতীয় স্পিনারদের দাপটে ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা যেন ছায়ামাত্র। কুলদীপ যাদব একাই নিলেন ৪ উইকেট, সঙ্গে ভরসা দিলেন বুমরাহ, অক্ষর ও চক্রবর্তী। পাকিস্তান ১০ উইকেট হারায় মাত্র ৯.৭ ওভারে। শেষ ৬ ব্যাটার মিলে যোগ করেন মাত্র ২০ রান।
ভারত টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণিত হয় প্রতিটি ওভারে। এখন ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নামবে সূর্যকুমার যাদবের দল। যদি ব্যাটিং ঠিকঠাক চলে, তবে এশিয়া কাপের ট্রফি এবার ভারতের ঘরেই আসবে।