‘পাকিস্তানকে তাদের ভাষাতেই শিক্ষা দেওয়া উচিত। সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে পাকিস্তানও তার প্রতিপালক। এর বিরুদ্ধে লড়তে এক হতে হবে।’, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারি, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের মত এক, উদ্দেশ্য এক’, টোকিওতে বললেন অভিষেক।
‘সন্ত্রাসবাদ যদি একটি পাগলা কুকুর হয়, তাহলে পাকিস্তান তার প্রতিপালক। এই হিংস্র ‘হ্যান্ডলারে’র বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা বিশ্বকে এক হতে হবে। নাহলে, তারা আরও পাগলা কুকুরের (জঙ্গিদের) বংশবৃদ্ধি এবং লালন-পালন করবে’, শনিবার জাপানে ভারতীয় সম্প্রদায়ের সাথে আলাপচারিতার সময়, সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক ব্যানার্জি পাকিস্তানকে নিয়ে ঠিক এই ভাষাতেই আক্রমণ করেন।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ প্রতিনিধিদলের অংশ হিসেবে অভিষেক জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। সেই সঙ্গে, জোর দিয়ে বলেন যে ভারত সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।
টোকিওতে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য একই। আমাদের প্রতিনিধিদলের সদস্য জন ব্রিটাস, সালমান খুরশিদ এবং আমি বিরোধী দল থেকে এসেছি, কিন্তু যখন দেশের কথা আসে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এতে কোনও সন্দেহ নেই। এবার, আমরা প্রমাণ নিয়ে এসেছি। আমি চাই এখানে থাকা লোকেরা আপনার সম্প্রদায়ের মধ্যে পহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা করুক।’
অভিষেক বলেন, ‘পাকিস্তানকে তাদের ভাষাতেই শিক্ষা দেওয়া উচিত। যদি সন্ত্রাসবাদ পাগলা কুকুর হয়, তাহলে পাকিস্তানও তার প্রতিপালক। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রথমে বিশ্বকে একত্রিত করতে হবে। নাহলে এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে।’