বোমা হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান, কেন্দ্রের তীব্র প্রতিবাদ

নয়াদিল্লি: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সাম্প্রতিক একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার জন্য ভারতকে দায়ী করে বিবৃতি জারি করল পাকিস্তানের সেনা। সেই অভিযোগকে তীব্র ভাষায় নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)।

পাকিস্তানে শনিবার এই হামলাটিতে ১৩ জন পাকিস্তানি সেনা নিহত হন। অন্তত ২৯ জন আহত হয়েছিলেন। ঘটনার দায় নিয়েছিল তালিবানি গ্রুপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে বলেন, “আমরা পাকিস্তান সেনাবাহিনীর একটি সরকারী বিবৃতি দেখেছি যেখানে ২৮ জুনের আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করার অপচেষ্টা করা হয়েছে। আমরা এই অভিযোগ অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করছি।”

শনিবার খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পাকিস্তানের একটি সামরিক কনভয়ে আছড়ে পড়ে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (ISPR) জানিয়েছে, এই হামলা জঙ্গি গোষ্ঠী ফিতনা-আল-খাওয়ারিজ সংগঠিত করেছে, যার ফলে ১৩ জন সেনা নিহত এবং আরও অন্তত ১০ জন সেনা ও ১৯ জন সাধারণ মানুষ আহত হন।

ডন পত্রিকার সূত্র অনুযায়ী, কিছুদিন আগেই দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দা অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত এবং দুই সেনা সদস্য প্রাণ হারান। তার পরপরই এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, ২০২১ সালে কাবুলে তালেবান সরকার গঠনের পর থেকেই আফগানিস্তান সংলগ্ন পাক সীমান্ত অঞ্চলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ তালেবান সরকারকে অভিযুক্ত করেছে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগে, যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে চলা জঙ্গি হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বলে এএফপি জানিয়েছে।

About The Author